আলোর মাঝে ১০০% সুষ্ঠু আলো নেই
কিছু আলো আছে শুধু গাও ঘামায় আর
শীতে উষ্ণতা খুঁজি ফিরে-এই তো সব আলো;
অন্ধকারও ১০০% অন্ধকার নেই কারণ
আলোর জন্য ছটফট করে অন্ধকার পাপী!
তাহলে সুষ্ঠুতা কোথায়; দু‘হাতের মাটি
সেখানেও হিংসতার বিরুভ মনোভাব
ঠোটের অলিতে গলিতে বর্ণচুড়ার ভাষা
লোভ লালসার গায়েতেও সুষ্ঠুতা অভাব;
চলো হ য ব ল সব শৃন্যতেই সুষ্ঠুতা খুজি;


২৬ চৈত্র ১৪২৯, ০৯ এপ্রিল ২৩