=============================
তেলাপোকার দু'চোখে সোনালী স্বপ্ন!
দেহের অলিতে গলিতে বসবাস করে যাচ্ছে- দেখো?
হৃদয়ের এক কাঠা প্রণয়তে করছে শুধু সর্বনাশ-
অসুখ নেই- বিসুখ নেই, বসত ঘরে সুচিন্তে বসবাস-
চোখ লাগে না- বোধ থাকে না;


স্বাধীন তার চলাফেরা,ইচ্ছা হলে বেডের সাথে
এমনকি বালিশে; এবার বুঝি অসুখ করেছে- ছুটছে
ডাক্তার কাছে, আহা ঢুকে গেছে এক্স-রেতে
ছায়াছবি, হাতের মুঠোই কিংবা দৃষ্টির বারান্দায়
ওথবা মন বাহিরে তেলাপোকার সর্বনাশ।


০১ আশ্বিন ১৪২৬, ১৬ সেপ্টেম্বর ১৯
-----------------------------------