====================
দেহ ভেদ করে যখন নশ্বর তাপরশ্মি
ঘামের বরফ ঝরায় অমাবস্যা রাত জাগা
তখন কাছে থাকা ধূসর রঙের টিশার্টটি-
বুক পকেটে হারিয়ে হয়েছে রঙে রঙিন
খোঁজে নিতেও ভুল করে না চাঁদের রশমী;
তবুও বসবাসরত বনমানুষের হাঁড়,
ডাইনোছরের ভাবনাচিন্তা আজ কোথায়?


সোনালী ক্ষণ শুধু অহত হাতছানি দেয়-
সত্যিই কাঁঠাল পাকা ঘ্রাণ আর নাক শুঙ্গা হয় না-
মৃত্যুতেই নশ্বর বাগানে ঘাসফড়িং বসবে না
মেঘের চোখ ভাজ করে বৃষ্টিজল ঝরবে না
অতঃপর এ কেমন দেহ বুঝার সাধ্য নেই শুধু
তাপদেহ বরফ জমা শীতল ভূখন্ড।
১৯-০৮-১৮
-----------