জীবনের অসত্য গুলো
দেহের লোমের সাথে খেলে;
পাশের বাড়ির চাঁদটা হেঁটে যায়
ঝিলমিলি আলোয়- আলোয়
তবু ময়না পাখির হাসিটা
সবুজ সোনালি ঘুড়ি, সন্ধ্যার তারায়-
তারায়, একগলা ভোরের আর্তনাদ
শুধু জেগে উঠা চোখের কান্না;
ডুবে যায় জীবনের সত্যগুলো-আয় রে
আয়- ফড়িং ঘাসে দুলি তারায় তারায়।


০৯ জ্যৈষ্ঠ ১৪২৯, ২৩ মে ২৩