যদি ছায়ার মাঝে ষড়যন্ত্র থাকে
তাহলে মনের মাঝে থাকবে না-
তা কি হয়; পাতার তিক্ত রসই
এক প্রকারের ষড়যন্ত্রকারী ঔষধ!
আমজনতা গ্লাসে গ্লাসে পান করছে
আর আনন্দের অট্টহাসি ধূলিবালির
সাথে হেসেই যাচ্ছে শুধু হেসেই যাচ্ছে-
সাধু পিঠে রক্তাক্ত দাগ, কখন যে
আষাঢ় বয়ে গেলো বুঝলই না-এখন
ষড়যন্ত্র ফাল্গুনের তিক্ত রসই ভরা।


০২আষাঢ় ১৪২৯, ১৬ জুন’২২