রোজ রোজ জিরা খেতে নাকি?
তারপর সাদা এলাচের গন্ধ নিতে-
আমি তো তেজপাতা, তাই না
গোলমরিচের চোখে দেখলে!
একবার দারুচিনির মতো হলে না-
আমি তো লবঙ্গ, তাই না প্রয়োজন,
হলে গরম পানিতে চা খেতে;
গোলাপ কেই সৌন্দর্য মনে
করে গেলে অথচ  আমার
রজনীগন্ধা ছুড়ে মারলে সমুদ্রে
এখন আমি চিরতার পানি,তাই না
সবকিছুতেই ভাবো তিতার মশলা।


০১ চৈত্র ১৪২৯, ১৫ মার্চ ২৩