কবিতার শুধু হিংসার মেঘ
মন আকাশে রক্তাক্ত বৃষ্টি ভিজা ক্ষণ!
তবু কবিতার বোধ শক্তি অন্ধ-
সোনালি মেঠো পথের দিকে তাকাই না;
নিঠুর স্বার্থপর কালক্ষেপ বর্বরতা-

অথচ কোন ফুলের নেই গন্ধ বাহার সুবাস!
তবু একগলা অহমিকা- খুব বুঝে
আমজনতা-এ লালসা আর কবিতার ভাষা।
রঙের মাঠ স্বপ্নরাজ্য যত সব বাণী-
কখন বুঝি পা পিছলে কুপোকাত দেখো ফাণী।


১৫চৈত্র ১৪২৮, ২৯মার্চ ২২