====================
এই তুই তো চাঁদমুখি ঝাঝল নিয়তি!
রোজ সাথে থাকিস, নাই রে পিরিতি;
তোর জলে তুই ভাসিস ঝিলিমিলি তারা-
কথা কয় না- কেটে যায় দুর্বাঘাসে বেলা


কমলীফুলের গন্ধধারা -দু’নয়নে ঝর্ণঝরা
ভাবনার নাশপাতি, এ্যাপেল আঙ্গুরে শেষ-
তবুও হাসলি না- সুর্য হাসার আগে, মধ্যদুপুর
নাটাই ঘুড়ি উড়ে- চাঁদ থেকে বহুদূর!


সকালে ঝরে পরে হাজারো গন্ধবাহার পাঁপড়ি-
অথচ আকাশ জুড়ে রোজ থাকিস পাশাপাশি
অতঃপর তোর চাঁদমুখি এতো কেন পূর্ণিমা।


১৮ চৈত্র ১৪২৫, ‍০১ এপ্রিল’১৯
-----------------------------