=================
দৃষ্টি তোমার তৈঁতুল দিকে
জলমেঘ শুধু আমার আকাশ
বুঝাবো কাকে? পাহাড় ঝর্ণা
মৃত্যুর দ্বার খুঁলেছে আজি-
সুখের পালঙ্ক ভাঙ্গে বুঝি
সাগর নদ নয় অপরাধী;


অপরাধী শুধু নিঠুর নিয়তি
এ খেলা ঘরে খেলোয়াড়
কোথায় অবোঝ আবেগের তরনী
শূন্য মাঠে দেখ না খেয়া ভাসে যায়
মেঘের ভেলায় তবুও কার দার টানী
শুধু সাগর নদ নয় অপরাধী।


১৮ ফাল্গুন ১৪২৫,০২ মার্চ’১৯
--------------------------