চল তুলসী তলায় চল-
নয় তো তেঁতুল তলায়
বড়ই তলায় আহা বৃন্দাবন-
চুরি করে হলো মহাজন
করছে ওরা আমজনতা মহায়োজন।
চল -চল না সমানে
তোর বর্ণালী দিনের সোনালী আইল পাথার-
চলিস যদি তুলসীর বৃন্দাবন-
ষোলকলা পুর্ন হবে আদরে আদর;


আরে রই রই ডেফল জলপাই
ছাতনা তলায় করে কে হৈহৈ রৈরৈ
আমজনতার মুখে রব বর-
আঙ্গুর রসে আঙ্গুর ফুরালো নিরন্তর
চল- চল না রড়ই তলায় বৃন্দাবন
তুলসীপাতার স্বচ্ছ প্রেমে
কে হারালো সুপ্তদিনের আয়োজন-
চুরি করে হলো ওরা মহাজন।
০৪-১০-১৭
=======