এখন কার সময় বড় যন্ত্রনা দায়ক
কখন বলে বসে তুমি মাটি হও
ঘাসের সাথে খেলা কর নিত্যক্ষণ;
সময়ের সাথে সাথে স্নিগ্ধময় ভোরের
সূর্য তাপ যেনো ঘাসফড়িংর উজ্জ্বলময় দেহ-
কারণ সময়ে যত সব ঘটনাই না ঘটে!
আমরা বুঝি শুধু সময়ের শব্দ আওয়াজ
তারপর বলে উঠে সময় গেলো
গেলো বর্ষাকালের জল বসন্তে নতুন কলি
আর নব যৌবন নাচের হাসি!
একই সব সুতার গাঁথা মালার ফুল
বিনাসুতার ফুলের মালায় কি করে হয়
এমন যন্ত্রনা- সময়ের এতটুুকু চিন্তাও করে না
সূর্য ডুবে চাঁদ আর চাঁদ শেষে সূর্য
সময়ে খেলার সাথে ধন্য জীবন কর্ম।


০২ মাঘ ১৪২৮, ১৬ জানুয়ারি ২২