তোমার উন্নয়নের সড়ক এখন
দেহের ধূলি বালি; রাস্তার মোড়ে
নাক ফাটা গন্ধ উড়ি! পরিশ্রমে হাঁটতে
হাঁটতে পায়ে এখন ভেরিকোজ;
বাঁশকাটা উন্নয়ন দেখে- দেখে শিশু
মুখ বন্ধ করে হাসতে- হাসতে মরে!
তবু গলায় গলায় লাল নীল রঙ পাতায়
পাতায়- তোমার হাতে- আমার হাতে
ছোঁয়া লেগে থাকা,মুখের সাজসজ্জা
হোক যত আপন ঘরে উন্নয়নের বন্ধন।


০৮ আষাঢ়  ১৪৩০, ২২ জুন ২৩