===========================
একুশের তীব্র মেঘের ঘনঘাটা পর
৭ মার্চের ভাষণ! তারপর ২৬ মার্চ
স্বাধীনতার ঘোষণা; যার যাহা কিছু আছে
তাই নিয়ে মুক্তিযুদ্ধে জাপিয়ে পরল;


উত্তাল রক্ত বাতাস যেনো ঘন থেকে ঘনত্ব হলো;
তখন রক্তিম লাল সবুজের আকাশ-
প্রায় নয় মাস যুদ্ধের পর হানাদারবাহিনী মুক্ত হলো,
আমরা স্বাধীন হলাম অথচ স্বাধীনতার সুফল
ভোগ করতে পারচ্ছি না,


এখনো লালেটে হায়নার দল উত্থ পেতে আছে-
বিষধর কালনাগীনির মত ছবল মারবে বলে,
অতঃপর ৭ মার্চ আবার ফিরে আসো,
২৬ মার্চ আবার নতুন করে স্বাধীনতা ঘোষণা কর!
কেনো না আমরা নতুন করে স্বাধীনতার সুফল ভোগ করতে পারি;
ফিরে এসো- ফিরে এসো-৭ মার্চ কিংবা ২৬ মার্চ!
তুমি তো উত্তাল বাতাস স্বপ্ন দেখাবার মাঝি মাল্লার হাল!
তুমি তো সেই দিনের উত্তাল মার্চ।


১৭ ফাল্গুণ ১৪২৬, ০১ মার্চ ২০
———————————–---------