লাল সাদা প্রেম
উম্মুখ বাউল মনের কি ভাবনাময়
দিন রাতের স্বপ্ন-
কোথায় গিয়ে দাঁড়ায়, বুঝা কঠিন
তবু লাল সাদা
প্রেম- গড়ে গড়ে যাচ্ছে মৃত্যু সুখের
মাটি ছোঁয়া ঘাসে-
ঘাসে অথচ বুঝার শক্তি হয়ে উঠে না,
লাল সাদা গায়;
শুধু নেশায় নেশায় চলচ্ছে উম্মুখ প্রেম!
প্রকৃতি হেরে যাচ্ছে-
নিয়মের কাছে লাল সাদা মেঘে মেঘে;


১৩ ফাল্গুন ১৪২৯, ২৬ ফেব্রুয়ারি’২৩