জীবন ধারায় উন্নতি আর অবনতি
এক সুতোয় গাঁথা মালার ফুল;
মৌমাছি আর ধান কাটার কাচি
একের অপরের সহায়ক মাটি!
এ কি দৃশ্যবিরল জীবন আর মরণ
সময়ের সাথে সোনালি হাসি কান্না;
আর মেঘ আকাশ বাতাস মানে
মাটির গন্ধ ছুট, জোছনা ভেজা ঘাস
কষ্ট চিৎকার নীরব থাকা মানে
সুখের সন্ধানে একাকীত্ব উন্নতি অবনতি।


১৬ জ্যৈষ্ঠ ১৪৩০, ৩০ মে ২৩