উপরেও খাও- নিচেও খাও
খাও- খাও মানে মহাসমুদ্র জল;
জানো কি? এত খাওয়ার মধ্যে
বৃদ্ধক সামনে- মরণ তো কথায় নাই  
তবু উপরে খাও নিচেও খাও
খাও- খাও জীবনের নদী নালা
খাল বিল সবুজ মাঠ- আর কত কি
এতো খেয়ে পেলে কি? মাটি ছাড়া
উন্নতি- ঘাসের উপর ঘাসফড়িং
তাকেও খেতে ইচ্ছে কর উপরে নিচে।


০৭ আষাঢ়  ১৪৩০, ২১ জুন ২৩