ইচ্ছা আর স্বপ্ন একই মাত্রা
ঘুমায়; ঘুম ভেঙ্গে- দেখে ভোর
কিংবা অনল পুড়া উঠন তবু
ইচ্ছার হাসি, স্বপ্ন চোখ জল জল
করে- একমুঠো মাটির কিনারায়;
ভোর কথা বলে প্রণয় বিন্যাসে
অনল ক্ষমা করে না-ছাই উড়ে ছাই-
যাওয়া যন্ত্রনা, এভাবেই ইচ্ছা
স্বপ্ন থেকেই যায় যুগ যুগান্তর;
হয়ে যায় নীল মেঘ উড়া ছাই।


২৪ পৌষ ১৪২৯, ০৮ জানুয়ারি’২৩