===========================
রৌদ নামবে আজ হোক না রবিমামার আরোধনা
যারা যাবে মাটির কূলে শুনো তারাই তোমার আপন!
কেউ দোসর নয়, কিছু নয় তো সুখবিলাসী স্থাবর;
তবুও মেঠো পথের বাঁকে জমা আছে সব লেনা-দেনা।


দেখছো দাবানল জ্বলছে বৃক্ষের লতা পাতায়-
অথচ লাল সবুজরে মাঝে থীর হয়ে আসছে
ডিসেম্বর জানুয়ারি তারপর শীতরে স্বতন্ত্র মৌল
স্বরে উষ্ণ ছায়ায়- কষ্টমুখে ঘনরৌদে খুঁজে নিবে


গন্তব্যের নতুন প্রান্তর। অতঃপর উড়ছে মাঠে ঘ্রাণ-
আবার এসো সোনালী রৌদ সবাই মিলে মিশে
কথা কই-সোনালী মাঠে ধানের শীষে- ভরুক উঠানে।
১৩-১১-১৮
-------------