মাটি আছে- দেহ নেই
ফসল আছে- মাঠ নেই
ডোল আছে -ধান নেই
জ্ঞান আছে- ব্যবহার নেই;


চোখ আছে- বলেই অন্ধ
ঠোঁট আছে- বর্ণমালা বন্ধ
মুখ আছে- বলেই শুধু গন্ধ!
দেখো শূন্য -মেঘে উড়ন্ত;


প্রণয় আছে- বলে অভিনয়
জীবন মানেই- নাট্যশালা কই
উচ্ছ্বাস রাখো -একটা কর্মময়
রুদ্ধে অবৈধ -মনোভবে রয়।


১১ মাঘ ১৪২৮, ২৫ জানুয়ারি ২২