জরাজীর্ণ সংসার মুখে রুপালি কায়া
পর পর নিক্ষেপ করতে হয় নর্দমায়!
এটাই নর্দমার একমাত্র অবস্থানের সুখ;
তা না হলে সুবর্ণজয়ন্তীর অম্লান হয়ে যাবে!
শাপলা বিলের ধারে কিংবা রক্তাক্ত পাঁজর ছিরে-
যেখানে নিত্য ক্ষণে খেলা করে বসন্ত শ্রাবণ
আর এক নর্দমার দেউলিয়া ঢেউ তুলে;
মাংসের ঘ্রাণ কুকুরের নাকে চোখে যায় না
রুপালি সকাল কি করে হয় একাকার?
অথচ চার পা প্রাণী উৎসর্গ রক্তে।


৩০ জ্যৈষ্ঠ ১৪২৯, ১৩ জুন’২২