কখনো কখনো ভালবাসা মানে
জারজ মনে হয় অথচ ভালবাসা নাকি ঈশ্বরের
শ্বাশত আশির্বাদ! ভালবাসা ছাড়া
কেউ কি আছে? বিশ্বাস করি না- ভালবাসী না
কথাটা ধ্রুবতারার মতো লাগে,একাকীত্ব
ভাবনা- বাসি ফুলে কিংবা বাশি বাজানোর শব্দ-
এক চোখ ঝাঁঝাল চাঁদের দৃশ্যময়
ফাল্গুনের সমস্ত হাওয়া, ধূসর মেঘে প্রতিক্ষণ
ঘাসফড়িং রঙিন ডানায়- ডানায় নাচ;
আহতা করে না বরং আফসোস ফোটে গন্ধমুখর
পাগল ঠোঁটে হাসি অথচ অদ্ভুত শব্দে
জড়িত জারজ কথাটি- উপলব্ধি করলে ভালবাসা
হারায় না বরং মাটির সুবাস আঁধার ডাকে
জারজ বলে- তাহলে ভালবাসার ভদ্রতা কথায়?


১৩ পৌষ ১৪২৮, ২৮ ডিসেম্বর ২১