ধূসর গায়ে ইট পোড়া মনে
সহবাস হয় না; জ্বলতে হয়
কাঠ  পোড়া দাউ দাউ করে।
ফুলসজ্জা খাট- ভাগ্য লাগে
অথচ এই ইট পোড়া মন
বুঝল কই- জ্বলন্ত অনল!


পাপের ডগায় জানি সাদা
গোলাপ ঝরে আর রঙিলা
পানির বন্যা কাছে ডাকে-
শালা সংসার ডুবে মরে না
কি করে মরবে ক্লান্ত সহবাস
প্রেমে মরা জলে ডুবে না যে।


০৯ভাদ্র ১৪২৯, ২৪ আগস্ট ’২২