===========================
এক দৃশ্যময় ভাইরাস কখন ধূলি, বালি কালো
মেঘ কিংবা বৃষ্টির ভেজা নদীর বাস্পরথ-
তবুও মহামারী বিশ্বলয়- বার বার পরাজয়ীত
অথচ প্রভুর সীমানা ঐখানে সীমাবন্ধ।


যুদ্ধ মানে নয় অস্ত্রবিহীন কিংবা অস্ত্রে রণক্ষেত্র-
যুদ্ধ হয় শিরায় উপশিরায়- ঘর রক্ষার সান্তনা
এ যাত্রায় রক্ষা হলো প্রাণ- কিন্তু উপুর- পিচন
শুধু ভাইরাসে আক্রমণ- এ যুদ্ধের শেষ নাই অমরণ;


সকাল সন্ধ্যা আয় মশা, আয় রক্ত খাবি খা-
তবুও স্বাধীনতা দে- নয় স্বাধীনতা মুখের চুলকানি
আভাস মাত্র রাখিস না; তোর পরিচয় মরণবাঁধী ভাইরাস।


২৩ শ্রাবণ ১৪২৬, ০৭ আগস্ট ১৯
-------------------------------