পত্তের ভিয়ত লাল লাল পত্তে ধরছে বারে! কি তার জাল!
মচমচে পত্তে ডলা, ইংলিশে মাস পান্তার সাতে খাতে কি সাদ-
এক বার না খালে বুজবু নে, কামলারা দল বান্ধে খায় বারে।


ঘরের সামান দিয়ে যমুনা নদী গেছে খালি তৌরে দিয়ে
ইচে মাস মারতে, মন যাবার চায় বারে। একদিন হামরা
কয়েকজন মিলে গেছিলাম- কিসের মাস মারা বাড়িতে
আসবের ধরে, মরবের ধরছুনু; কি বড় বড় নদীর ঢেউ
সেদিন আল্লাহ নিজের হাতে হামাগরক বাচাচে বারে।


সবুজ ঘেরা মেলাবড় পাথার, উচু মাটভিটা ছিল
হামরা প্রতেকদিন বলখেলছিলাম, ক্রিকেট খেলছিলাম!
মেলাস্মৃতি মনে পরে বুকটিা ফাটে যায়, কি আর কমু,


মাজে মাজে মনে হয় বাচে তেকেও মরেগেছি,
কেউ কার খবর নেয় না, নিবে বা ক্যাকা করে বাঙ্গালি
নদিত উপর দিয়ে পুল হচে- ছুরুত ছারুত  যাওয়া আসা হয় তো
অনেকেই পায়সা ওয়ালা হয়ে সবভুলে গেচে,
দুখের কতা কাক কমু, ভালবাসা এটি থাক বারে।


০২ আশ্বিন ১৪২৬, ১৭ সেপ্টেম্বর ২০
--------------------------------------
বগুড়া আঞ্চলিক ভাষায় লেখা চেস্টা করেছি