=========================
সময় চলছে বেশ কিন্তু গ্লাসের মাথা
বার বার ভেঙ্গে যাওয়ার অর্থ খুঁজি!
আয়না ভেঙ্গে যাওয়ার অর্থ পেয়েছি
মনের কালিমাখা দাগ মুছে যাওয়া!
অথচ গ্লাস কি অদ্ভূত জোড়াও লাগে না-
সম্পন্ন পানি জল পান করাও যায় না।


একবার তোমার গ্লাস ভাঙ্গার চেষ্টা করেছি
কিছুতেই পারিনি অথচ আয়না ভেঙ্গে গেলো
বাস্তবতার কালিদাগ এখনো রইয়ে গেলো!
আমাকে অর্থ বুঝে দিবে? জানি পারবে না
কারণ তোমার গ্লাস অপরিস্কার দুর্গন্ধময়;


তবুও আয়নাতে চেহেরা দেখতে হয় রোজ;
আবার অন্য আয়না চকচক করে ঠিকই-
তারপরও সময় বুঝে চেষ্টা করি অর্থ খোঁজার
বাস্তবতার ভবিষ্যৎ এমনি অর্থ বুঝা যায় না-
অর্থটা ওখানেই সীমাবন্ধতা মাটির বুকে
ঘুমন্ত দূরত্বে থাকা- অতঃপর কষ্ট ভীষণ
সহ্য মনে শুধু ভাঙ্গা গ্লাসের অর্থ খুঁজি।


০৯ ভাদ্র ১৪২৬, ২৪ আগস্ট ২০
-------------------------------