ভাষা মানে মা!
মায়ের মুখে বাবা ডাক
শুনার আকুতি;
তার জন্যে যত রক্ত গেলো
রফিক,সফিক, সালাম
বরকত জব্বার আরও কত
নাম না জানা শহীদ;


তাঁদের বুকে দাগ লেগে আছে
বাংলা বলার রক্ত মাখা মা
জনম জনম ধবে কি ঋণি করে গেলে
বলো কি করে সোধ দিবো তাঁর
অম্লান যেনো বাংলা ভাষার প্রাণ!


একুশ এলেই যে গন্ধ পাই
মা বলার স্বাদ -ভালবাসার আদর;
বলো কি করে জানাই বিনম্র সালাম-
শ্রদ্ধা! তোমরাই উৎসর্গ করে গেলে
ভাষা মানে মা।
২০/২/২২