একটা আকাশ শূন্যতে ভাসতে চায়!
গল্পের রূপ লাবণ্য কি জানতে চায় না,
মাটির মায়া কি বুঝতে চায় না- আকাশ
চায় যত তারার সাথে মিতালী সাদা মেঘে
ময়ূরপঙ্খি হতে, জানি কত গল্প গাঁথা শুধু
কষ্টের প্রজাপতি উড়া- তবু মাটির কবিতা
বৃষ্টি বাদল শ্রাবণ দিনে কাদা জল একাকার
কি অদ্ভুত গল্পটা সীমানাহীন রোদ্দুর;
যতো সব সোনালি আইল পাথার যেখানে নাকি
গল্পের ইতি টানা সবুজ রঙে সাজানো মাটি
আর আকাশের গলা পর্যন্ত আনন্দ উল্লাস
হাসতে হাসতে ময়ূরপঙ্খি সাজে ভাসমান।


২৬ পৌষ ১৪২৯, ১০ জানুয়ারি’২৩