কত বার ভেবেছি!
শূন্যতার ফুল সে, গন্ধ নাই
শুধু কাটার আঘাতে রক্তাক্ত মন;
কোনদিন বুঝবে না যন্ত্রণার
জোছনা তারা অথচ এ চোখে জোনিকার
আলো নিভু নিভু করে।


কত বার সান্ত্বনা নিয়েছি
কখন ফিরে আসবে না- ঐ রঙধনু রঙ
সোনালি মাঠ- সবুজ ঘাসের রাস্তা
তবুও নেশার ধোঁয়া উড়েনি- পূর্ণিমা রাত
এমন কি কষ্ট মনে অশ্রুজল- বুকের
মধ্যে জেগে থাকে সোনপঁচা চর!
তরী ভাসার স্বপ্ন দেখেনি অথচ
ভেসে গেলো কি প্রণয় জুড়ে।


২৯ অগ্রহায়ন১৪২৬, ১৪ ডিসেম্বর ২০
----------------------------------