ভাবনার বেড়া জালে
ঠোঁট হাসে সত্যের!
অথচ বুকে হাত-
ভয়ে কাপে দুনিয়া;
হুমকি ধুমকি দৃশ্যপট
তবু ঠোঁট বেঁকে যায়
সত্য বলার কষ্টে-
বাকরুদ্ধ বোবা হয়ে যাই;
সময়ের ওলিতে গণিতে
সত্যের ভেজাল পাই!
আর কতদিন এভাবে থাকবে
দেহের বৃন্দবনে ভেজাল।


০৮ পৌষ ১৪২৮, ২৩ ডিসেম্বর ২১