ভাবনাময় চোখের আলোই পৃথিবী দেখো
দেখো না একমুঠ অন্ধ জল কুটির মতো!
বিবেক শূন্যতাই ভেসে যাবে,অন্যায়ের
মহা উৎসব,আলোকিত দুয়ার হবে মৃত;
মৃত্যুর সময় দেখো সরষের ফুলে মতো


যেখানে মধুময় খেলা করে মৌমাছির দল!
পৃথিবী গড়ে তুল সুবাসিত একমুঠ বাতাস,
দুর্বৃত্ত ক্লান্ত শরীরে আনুক প্রশান্তির মাটি;
জ্ঞান চোখেই, পৃথিবীর বিবেক স্পর্শ করে-
চাঁদ তারার মতো জ্বলুক ভিজা মাটির চোখ।


২৭ আশ্বিন ১৪২৯, ১২ অক্টোবর ’২২