লাল সাদা, কালো রঙ
সবাই চিনি- থাকুক যত
অন্ধকার,মনের রঙ গভীরে
চিনি কম, কষ্ট নাই দম দম;
হাত কাটিলে রক্ত ঝরে-
মন ভাঙ্গিলে কি হয়-
অহমিকায় শরম শরম?


তবু মন তো যায় না দেখা-
সারাক্ষণ মন মন বলি!
মনের রঙ কে বা চিনি
থাকতে চিনা রঙবিরল
খুঁজে খুঁজে মরি কতক্ষণ-
আসল মারা,মন দেখা ভব দম!
থাকুক যত অন্ধকার।
২৬ মাঘ ১৪২৯, ০৯ ফেব্রুয়ারি২৩