===================
‘‘লালন’’ দেখলো না- দেখলো না
কচুপাতার গাছে ফাঁসি- ফাঁসি !
জনমও গেলো হাতের কাছে রাখিয়া
ভরা কলসী- জলপান না করিয়া-
মরিল ‌‌‌‌‌‌''লালন'' মরিল;
আমি অধম সাধ্য কি গলায় পরিলাম
প্রেম ডাঙ্গার ফাঁসি- ফাঁসি-
তবুও সাধ মিঠিল না ও ‘‘লালন’’
বৃদ্ধ রূপে দেখি ভব গলায় ফাঁসি।


০২ শ্রাবণ ১৪২৬, ১৭ জুলাই ১৯
-----------------------------