কি অছিলায় জন্ম হইলাম
কি দেখছি, শুনছি- কিছু বুঝি না
কি অদ্ভুত অছিলা ছাড়া মৃত্যু হবে না
যে কোন- না কোন অছিলা আসবে
মৃত্যুর ঘুম, মন চোখের পাতে
চাঁদ সূর্য জাগাতে পারবে না আর
না পারবে প্রেমিকের প্রণয় ইশারা
গভীর চুম্বী! অছিলা ঘরের চারপাশ
কখন করবে আলিঙ্গন, ভাবতে পারো
আমিও জানবো না, জানবে না কেউ-
একটা অছিলা করে দিবে সর্বনাশ
তবু এতটুকু ভয় করি না অছিলা।

০২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ মে’২৪