========================
ভেবেছি উম্মাদ- হেঁটেছি রৌদ্রোজ্জ্বল-
ঘুম সেতো নিঃঘুম, জোছনা করতে চায় মাতাল!
কেউ আসে না -উপদেশ্য শুধু উড়ন্ত পাখির দল-
ভেসে যায় জলারণ্য কিছু লবণাত্মক ঢেউ;


তবুও ভাবতে চাই- চলতে চাই, ঘুমাতে চাই–
চাই নিঃভুল সত্তার আইল পাথরে ফসল!
না দেখছি একি উরজ লঙ্কা কাণ্ডের ছন্দ পাতাল
সবই এক স্বার্থের সৃষ্টিলভি অম্বুজ ফুটা ভণ্ড তাল ।
২৮-১১-১৭
========