রাত এলেই ভুলে যাই-
মরণ ও সোনালি ফাল্গুনের মাঠ!
তারপর ঘুম লাশের মতো
স্বপ্ন দেখা বিষাদের জল-
ভোরের স্নিগ্ধ শিশির জমানো
প্রণয়ের এক চিমটি হাসি;
তারপর সূর্য স্নান দুপুরের ক্লান্তি ময়
তবু আসমান কাঁদা কাঁদা চোখ-
মাটির কম্পন, সবই স্মৃতি হীন তামাটে
ফসলের গায়ে উইপোকা!
অতঃপর ভুলেই যাই।


০১ফাল্গুন ১৪২৮ ১৪ ফেব্রুয়ারি ২২