তোমার ক্ষেত্রে জবরদখল বুঝিনি
হয় তো তোমার বাবার জাদু ছিল!
অথচ কি জবরদখল হচ্ছে এখন;
তোমার গায়ে বুঝার শক্তি তেমনী
ছলনা মিথ্যা বলার ভয় ছিল না
কিন্তু স্বীকারও করবে না কেউ-
শুধু নিয়মের বেড়া জালে যুক্তির
ভঞ্জন, তবু এভাবে বেঁচে থাকছে;
জবরদখল,এমন কি সুখের পায়রা
আকাশে জবরদখল চলে না শান্ত।


০৭ মাঘ ১৪৩০, ২১ জানুয়ারি’২৪