রূপালি গাছ গুলোর বিড়ম্বনা নেই
পাতাগুলি ঝরে যাচ্ছে তো যাচ্ছে ই
মরা ডালে পাখি বাসা বাঁধে না-
কারণ কোন মিষ্টি সুবাস পায় না;
ঝড় হাওয়া মাথার উপর বিশ্বাস করে না
চড়ুই দেখে হিংসা করে অনুকরণ করে
অথচ বাবুই পাখির ভাব কষ্ট বুঝই না!
তবুও গাছ সংসার করে প্রকৃতির নিয়মে
ঝড় বৃষ্টিতে কি হবে হোক কিছু যায় আসে না
অতঃপর গাছের ছায়া কায়ার নেই জোছনা আঁধার।


২৬ কার্তিক ১৪২৮, ১১ নভেম্বর ২১