এক গল্পের মধ্যে
সহজেই কষ্ট খুঁজে পাওয়া যায়
ঘুর পাক খায় শুধু কবিতার রূপ,
ভাবনায় লোমখারা হয়ে যায়-
গুরুগম্ভীতার মেঠো পথে কবিতা!
বিভিন্ন চরিত্রের নাম থাকায় গল্প
অথচ কবিতার নাম মেঘের ছায়া
কিংবা জল নদীর অথৈ ঢেউ;
যেখানে গল্পের সমাপ্তি ঠিক
সেখান থেকেই কবিতা ছুঁয়ে যায়-
জোছনা রাত- শিশির ভেজা
ভোরের গন্ধ- উড়ানি স্বাদ;
ইতিহাসের মাঝে গল্পের বয়ে আনে মায়া
জোছনা রাত, ঐতিহাসিক
নোনা জল কবিতার ছোঁয়া।


১৮ শ্রাবণ ১৪৩০, ০২ আগস্ট ২৩