রাতের গায়ে চাঁদ-
আঁধার নয় গো রাত;


স্বপ্নে কি দেখিলাম?
মরা মানুষ জিন্দা হয়-
কেমনে কথা ভালবাসার
কয়- দিলে দিল অগ্নি লয়!


চাঁদ তারা রাতের কথা কয়;
সূর্যের সাথে দিনের দেখা ভয়

শ্মশান পোড়া গন্ধ- অপবিত্র রক্ত
মাটিতে কি হবে? প্রণয়ে রিক্ত
তবু স্বপ্ন দেখে রাত আঁধার নয় চাঁদ
জল শুকাতে গেলো বার মাস।


২৩ ফাল্গুন ১৪২৮ ০৮ মার্চ ২২