জলের উপর ভাসে চলে বনহাঁস
আর ভাসে কত না রঙ বেরঙ সাপ
বলো দেখি ভাসি কোন জলে
আত্মারা করে শুধু অভিশাপ ।


এরকম বর্ণচূড়ার কথা ভাসলে পরে
বলো দেখি ! জল কি আর বাঁধা মানে
জল ছুঁট -সেতো যমুনার ঢেউ হয়ে-
ভাঙ্গবেই ঘর জানালা এ উঠানে;
যতই বলো অভাবে স্বভাব নষ্ট
সেকি আর জানে,সুমতিটা হোক না
দেক না ঈশ্বর গুণে জনে জনে ।


ওরাই বুঝি বনহাঁস রঙচূড়া সাপ
জল দেখে জল লুকায় ঢেউয়ের খাপ-
আত্মরা কি দেখে ধুধু বালুচরে খারাপ
জলে ভাসে -জলে ডুবায়
জলে রাখে কোন সে জলচূড়া ধাপ।
২৫-০৭-১৭
-------------