হতভাগার চিহ্ন কি দিয়ে সাজাই অথবা আঁকি
বেদনার রঙ নাকি সুখের রঙিন পায়রা
সব সাদা মেঘগুলো দলে দলে ছিন্ন ভিন্ন
শুধু এক আকাশ জুড়ে কায়া- ফুরায় না
মাটির যে মায়া; ঐ বাঁশ বাগানের নিচে
কি প্রেম দুজনার, হাজার বছর ধরে ডাকছি
তবু শুনছেই না -বেহেস্তের ঘুম ভাঙছেই না;
এদিকে ক্লান্ত দিগন্ত বন্যা ছুঁয়ে যায়- মা, বাবা
কি অভাগা করে লেগে, যাক, তবু বেহেস্তে ঘুমাও;
আমার আর্তনাদ তোমরা বুঝবে না জন্মদ্বয় ঘুমাও।


৭ ফাল্গুন ১৪৩০, ২১ ফেব্রুয়ারি’২৪