প্রেমের ঘোলা জলে ক্ষমতার
একটা স্পর্শ ছোঁয়া সংসার-
যেটা নাকি অতি মাত্রায় সঙ্গোপন;
দৃশ্য বিরল চোখ, মন এমনকি মরণ
দেহের ভাজে অন্ধকার তীব্র আলোর সংকট
কিন্তু কবর তা বুঝে না- জানে ও না
পাখি উড়ে যাওয়া মানে শূন্য মেঘ অথচ
প্রেম বড় মায়াময়, বুঝেই না অন্ধ-
অতঃপর গোপন ছবি আকাশেই যুগলবন্দি।


০৯কার্তিক ১৪২৮, ২৫অক্টোবর ২১