আজ সকালে আকাশ মুখ ভার করে ছিল
প্রকৃতি স্থব্ধ হয়ে থমকে ছিল
মেঘেরা আসেনি খেলেনি দুরন্ত খেলা, নিরামিশ।
এখন ঝুম ধারায় ঝড়ে পড়ছে বৃষ্টি
শ্রাবণের অঝোর ধারায় কান্না মাখা বর্ষাকাল ।
এ বর্ষায় প্রকৃতির মন ভরেনি
ক্ষেতের আইল উপচে পড়েনি
রাস্তার মাটি ক্ষয়ে যায়নি
বিল নদীতে এখনো যৌবন আসেনি
দুরন্ত ছেলেরা নামেনি মাঠে, ভাসেনি ভেলা।
শহরের অলিগলিতে কোমর পর্যন্ত উঠেনি জলতরঙ্গ
ধুয়েমুছে যায়নি এই মহল্লার স্তুপাকৃত ডাস্টবিন
চরম ব্যর্থতায় মাথা নিচু করে ছিল এই বর্ষাকাল ।
আজ শ্রাবণ ধারায় আকাশের আর্তনাদ নেই
নেই বিদ্যুতের ঝিলিক, শান্ত প্রকৃতি ।
এখন বৃষ্টির কারণ কী ?
জানতে চেয়েছিলাম সকালে প্রকৃতির কাছে
বলেছিল, আগামীকাল শরৎ - বাজে বিদায় ঘন্টা
অনিয়মে প্রাকৃতিক শৃঙ্খল ভেঙ্গে চুরমার
বৃষ্টি ঝড়ানোর শক্তি নেই, নেই অনুভূতি তাই আমি ব্যর্থ
আজ আমার শেষদিন, এ বৃষ্টি নয় ব্যর্থ চোখের জল ।