রোয়াইল বাড়ী আমতলা ইউপিতে ছাব্বিশ টি গ্রাম
মডেল ইউনিয়নের পরিচিতিতে করবো তাহার সুনাম।

নেত্রকোণার কেন্দুয়া থানায় ঐতিহাসিক রোয়াইল বাড়ী
বেতাই নদীর পাশে আছে পূরাকীর্তি দুর্গ বাড়ি ।

মাদক কে না বলিবো রোয়াইল বাড়ীতে স্লোগান
ঐক্য জুটে বলবো সবাই জুয়া খেলার নেই স্হান।

অতিরিক্ত ট্যাক্স কেন যৌথ করবো প্রতিবাদ
ভূমি অফিসের দুর্নীতি কে করবো প্রতিঘাত।

পারিবারিক কলহ তে চলবে না আর রাজনীতি
সবাই মিলে শপথ করবো মানতে হবে সুনীতি।

বন্ধ করবো চিরতরে ঘুষ বাণিজ্যের দরবার
পক্ষপাতিত্বের সুযোগ নেই দরবারেতে আর।

আমরা দলমত দনির্বিশেষে সবার ঐক্য মতে
ন্যায়বিচার প্রতিষ্ঠা করবো উপকার হবে তাতে।

প্রতিহিংসার রাজনীতি করবো আমরা বিলুপ্ত
ভালোবাসার আবদ্ধে হইবো সবাই সুপ্ত।

থানা কোর্টে যাব না ঘুষের মামলা পরিত্রাণ
চেষ্টা হবে আপ্রান গ্রাম্য সালিশেই সমাধান।

নকল মুক্ত গড়বো আমরা সকল শিক্ষা প্রতিষ্ঠান
জবাবদিহি থাকতে হবে দেশের সকল অধিষ্ঠান।

দুর্নীতিমুক্ত শিক্ষা দিবে সকল শিক্ষা প্রতিষ্ঠানে
সু-শিক্ষার আলো ছড়াবে দেশের সকল স্থানে।

খেলাধুলার পরিবেশ সব গ্রামেতেই হবে
সুস্থ দেহের সুন্দর মনের অধিকারী রবে।

নিরোৎসাহিত করবো আমরা বাল্য বিবাহ
মৃত্যু ঝুঁকি হৃাস করিতে বাড়াবো হাসির প্রবাহ।

মাটি খুঁড়ে মসজিদ পেলো ইট পাথরের ঝিলিক,
দর্গা পাড়ার স্পটে করবো পর্যটকদের ইলিক।

কৃষি খাতের বাজেটগুলো কৃষকেরাই পাবে
মুখে তখন  ফুটবে হাসি দুঃখ ভুলে যাবে।

স্বাস্থ্য খাতের সকল সেবা নিশ্চিত করা হবে
সু-চিকিৎসা পাবে তখন সুস্থ সবাই রবে।

প্রতি গ্রামে কমপক্ষে ও একটি মাদ্রাসা রবে
মসজিদ নিয়ে রাজনীতি ও বন্ধ করা হবে।

রাস্তা-ঘাটের বেহাল দশা দেখতে চাইনা আর
রোয়াইল বাড়ী মডেল হবে উন্নয়নের জোয়ার।

সকল অন্যায়ের প্রতিবাদে সবাই এক হও
রোয়াইল বাড়ির তোমরা কেউ দুর্নীতিবাজ নও।
------------------------
রচনাকালঃ ২১-০৪-২০২৫ খৃঃ
লেখার স্থানঃ ক্যান্ট মার্কেট, ময়মনসিংহ।