আমগাছে মুকুল এসেছে
শোভা ফেলো গাছে
নিসা - নাসিফ খুশি হয়ে
কতো সুন্দর নাচে।


কতো মাছি মুকুলে বসে
কতো মধু খায়
খোকা - খুকি ঢিল মারে
মাছি উড়ে যায়।


চারাগাছেও আসছে মুকুল
ফাগুনের-ই সাজে
বড় হইতে দেরি কেন?
মন বসেনা কাজে।


আম গাছে মুকুল ধরেছে
মুকুল হবে কলি
কলিগুলো বড় হইলে
দেখে রাখতে বলি।