আমি শ্রমিক
কবি কাজী আলম ভূঁঞা
-----------
হাল ধরেছি চাষ করেছি
বপন করেছি বীজ
জমির মালিক বাম্পার পেল
মজুরি পাইনি নিজ।


ইট বালি রড সিমেন্টে
ভবন করেছি আমি
মালিক হয়ে ভোগ করছো
মূল্য দাওনি তুমি।


শত কষ্টে প্রবাসে থাকি
রেমিটেন্স পায় দেশ
দেশের সেবা করতে করতে
জীবন আমার শেষ।


পরিশ্রম আমার জন্মগত
কাজের পাই না দাম
ধনী দ্বারা শোষিত আমি
শ্রমিক আমার নাম।
-------------