বোরকা পড়ে অন্ধ ঘরে থাকব না আর বসে
বেগম রোকেয়া শুদ্ধ চিন্তায় শিক্ষা লাভে আসে।


যুগ যুগ ধরে দাসীপনা মানতে নারাজ যিনি
গৃহ স্বামী শুধু নয় দামী শুধরাইয়াছেন তিনি।


নারীর কাজের অগ্র গতির জোর দিয়েছেন যিনি
নারী-পুরুষের বৈষম্য ভাঙতে কাজ করেছেন তিনি।


শিক্ষা দীক্ষায় সমান তালে চাকরি করছেন নারী
পুরুষের ন্যায় একই ভাবে করছেন গাড়ি -বাড়ি।


স্রোত থামিয়ে নারীর স্বাধীনতা বেগম রোকেয়ার চালু
নারীর জাত আজ স্বাধীনভাবে দেখতে পাচ্ছে আলো।


নারীদের ত্যাগী হীন মন পুরুষের মতন করেছেন সমান
পুরুষের ন্যায় নারীর অগ্রগতি, বেগম রোকেয়ার অবদান।