কর্মের সন্ধানে ঘুরতে ঘুরতে
চিন্তায় পড়ে ভাঁজ,
যোগ্যদেরকে তাড়িয়ে দিয়ে
অযোগ্যরা পায় কাজ।


বড় বড় ডিগ্রি-ধারীরা
পায়না কোন দাম
তাদের কাছে গ্রহণযোগ্য
সুপারিশের খাম।


কর্ম করে জীবন গড়বো
এইতো ছিল প্রত্যাশা
কর্ম এখন সোনার হরিণ
মিটবে নাতো আশা।


বেকারত্বের অভিশাপে
পচন ধরেছে মনে
কর্মসন্ধান পাব ঠিকই
অবৈধের ইন্ধনে।


শিক্ষা অর্জন করছি ঠিকই
নেইতো কেউ আপন
কোন একদিন ঘুরবে মানুষ
গড়বো যখন জীবন।