পাকিস্তানের শাসকেরা করেছিল যে আইন জারি
শুধু উর্দুই হবে রাষ্ট্রভাষা বাংলা ভাষা দাও ছাড়ি।


বায়ান্নর আন্দোলনে রাষ্ট্রভাষা বাংলা চাই বাংলা
পাকহানাদার বাহিনী আন্দোলনে করে হামলা


সালাম, রফিক, জব্বার সহ আরও অনেকেই শহীদ হন
এমন বিরল এই পৃথিবীর কোথাও যে নেই উদাহরণ।


ভাষার জন্য তোমাদের রক্ত ঝরলো রঙিন হলো মাটি
ভাষা হলো মায়ের বুলি..  ভাষা প্রাণের চেয়েও খাঁটি।


ব্রাশফায়ারে প্রাণ কেড়ে নেয় উর্দুতে দেয় গালি
মায়ের ভাষায় খই ফুটিয়ে আন্দোলনে বীর বাঙালি।


তোমরা ত্যাগ করেছো তাজা রক্ত ত্যাগ করেছো দম
তোমরা ভাষার জন্য শহীদ হয়েছো এটা কী আর কম?


রক্ত দিয়ে কিনছো তোমরা বাংলা মায়ের বাংলা ভাষা
ভাষা আন্দোলন সফল হলো মিটলো সবার আশা।


এই কাহিনী কল্পনা বা রূপকথার-ই গল্প নয়
ভাষা শহীদের স্মরণেই আজ শহীদ মিনার হয়।


রক্তে ঝরা শহীদ স্মরণে অমর একুশে ফেব্রুয়ারি
শহীদ মিনারে ফুল ছিটিয়ে ভাষা শহীদের শ্রদ্ধা করি।


আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশ্বজুড়ে হচ্ছে পালন
আমরা সবাই শহীদদের ত্যাগ মনের মাঝে করব লালন।।