সোনামণি,সোনামণি এতো
খুশি কেন তুমি?
বিজয়ের মাস আসছে বিধায়
হাসছি এখন আমি।


বিজয়ের মাস কেমনে হলো
তা কি জান তুমি?
নয় মাস যুদ্ধ করে পাক
সেনারা হলো শেষ
ডিসেম্বরে বিজয় এলো
আনন্দিত হলাম বেশ।


লাল সবুজের পোশাক পড়ে
আসছ কেন তুমি?
পতাকায় বাধা-লাল সূর্যটা
অম্লান রাখবই আমি।


বিজয় উল্লাস করে কারা
বলতে পারো তুমি?
একাত্তরের ডিসেম্বরে পাক
বাহিনীর খর্ব মন
প্রাণের বিজয় মেদের জয়
বীর বাঙালির গর্বধন।